রাজশাহীতে অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী জেলার চারঘাট থানায় গতকাল ৭.৩০ মিনিটে অপারেশন পরিচালনা করে ১১৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ টি মোবাইল, ২ টি সীমকার্ডসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আসামী মোঃ সানোয়ার হোসেন (২৪) রাজশাহী জেলার চারঘাট থানার হলিদাগাছি গ্রামের মৃত শামছুল হক ও মোছাঃ মর্জিনা বেগমের ছেলে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ৫, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন হলিদাগাছী বাজারের মেসার্স কৃষিঘর, প্রোঃ মোঃ শরিফুল ইসলাম এর কীটনাশকের ঔষধের দোকানের ভিতরের ষ্টোর রুমে দোকানদারের অগোচরে গোপনে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদকসেবীদের নিকট বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে।
একই তারিখ ৭.৩০ মিনিটে বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করে রাজশাহী জেলার চারঘাট থানাধীন হলিদাগাছী বাজারের মেসার্স কৃষিঘর, প্রোঃ মোঃ শরিফুল ইসলাম এর কীটনাশকের ঔষধের দোকানের ভিতরে থাকা স্টোর রুমের ভিতরে পৌঁছামাত্রই ঘেরাও করা মাত্র র্যাবের উপস্থিতি টের পেয়ে দোকান হতে ১ জন ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উক্ত ব্যক্তিকে ঘটনাস্থলে আটক করা হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।