রাজশাহীর গোমস্তাপুরে অস্ত্র ব্যাবসায়ী আটক ১
স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় গতকাল শুক্রবার ৮.৩০ মিনিটে অপারেশন পরিচালনা করে ৩ টি ওয়ান শুটারগান উদ্ধারসহ একজন অস্ত্র ব্যাবসায়ীকে আটক করেছে। আসামী মোঃ মিঠন মিয়া ২৪ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার জগৎ গ্রামের মোঃ আব্দুল লতিফ ও মাছেদা বেগমের ছেলে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, কোম্পানী কমান্ডার মেজর মোঃ নাজমুস শাকিব এর নেতৃত্বে র্যাব ৫, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বংপুরের মুরগীর ফার্মের সামনে ১ জন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করে ৭.৩৫ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হই। ৮.৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বংপুরের মুরগীর ফার্মের সামনে ফাঁকা জায়গায় পৌঁছামাত্র র্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে ঘটনাস্থলেই ডান হাতে থাকা ১ টি লাল কালো রংয়ের শপিং ব্যাগসহ আটক করা হয়।
দেহতল্লাশী করে আসামীর শপিং ব্যাগের ভিতরে রাখা ৩ টি দেশীয় লোহার তৈরী ১ নলা বিশিষ্ট ওয়ান শুটার গান, (যার প্রতিটির দৈর্ঘ্য ২৩ সেঃমিঃ বিশেষ গ্রীপার যুক্ত, প্রতিটি গানে হেমার, ট্রিগার সংযুক্ত এবং ফায়ারিং পিন বিহীন) উদ্ধার করা হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।