রাজশাহীতে করোনায় মৃত্যু ৩ জন
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণহানি নেই। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন।
২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি বলে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে রাজশাহী, নাটোর ও চুয়াডাঙ্গার ১ জন করে মোট ৩ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকাল ৯ টা থেকে আজ শনিবার সকাল ৯ টার মধ্যে তারা মারা যান।
পরিচালক আরও জানান, রামেক হাসপাতালে করোনা ইউনিটে ১৯২ শয্যায় শনিবার সকাল ৯ টা পর্যন্ত রোগী ভর্তি আছেন ৬১ জন। বর্তমানে রাজশাহীর ২৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ১০ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ৭ জন, পাবনার ৮ জন, কুষ্টিয়ার ৪ জন এবং চুয়াডাঙ্গার ১ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদের মধ্যে হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১০ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩৭ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ১৪ জনের। এছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ১১ জন। এর আগে শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে ৩৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
একই দিনে কারো নমুনায় করোনা ধরা পড়েনি। রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ১৮৪ জনের। এর মধ্যে করোনা ধরা পড়েছে ২ জনের।