রাজশাহীরাজশাহীর সংবাদ
রাবিতে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধন
নিজস্ব প্রতিবেদকঃ
আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে সিনেট ভবন চত্বরে রাবি শিক্ষক সমিতির আয়োজনে ঘন্টাব্যাপী অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা বিনাশকারী সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সিনেট ভবন চত্বরে রাবি শিক্ষক সমিতির আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে শতাধিক শিক্ষক অংশ নেয়।
অংশগ্রহণকারী শিক্ষক নেতারা বলেন, যে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনা নিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের জন্ম হয়েছিল সেই দেশ এখন মৌলবাদী শক্তির উত্থানের কারণে সহিংসতা হচ্ছে। ধর্মকে পুঁজি করে সংগঠিত সকল সাম্প্রদায়িক সন্ত্রাসের সাথে জড়িত চিহ্নিত করে দ্রুত বিচার করতে হবে।
মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।