রাজশাহীতে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক ২ জন
নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল রাত ১০.৪৫ মিনিটে রাজশাহী মহানগরীতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আসামীরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার তুলশিপুর গ্রামের মোঃ মজিবর রহমানের ছেলে মোঃ শহিদুল ইসলাম ২৫ ও পসুন্ডা মোড় গ্রামের মোঃ তরিকুল ইসলামের ছেলে মোঃ জাহিদ হাসান ২০।
গতকাল রাত ১০.৪৫ মিনিটে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদের সার্বিক তত্ত্বাবধায়নে পুলিশ পরিদর্শক জনাব মোঃ রেজাউল হাসানের নেতৃত্বে এসআই মোঃ রবিউল ইসলাম ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো ।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার লক্ষীপুর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মূল প্রবেশ গেটের সামনে দুই ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত ১০.৫৫ মিনিটে রাজপাড়া থানার লক্ষীপুর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মূল প্রবেশ গেটের সামনে আসামী শহিদুল ও জাহিদকে আটক করে।
এ সময় আসামীদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।