রাজশাহীর সংবাদসংবাদ সারাদেশ
কুমারখালীর কালী নদীতে ভেসে উঠলো অজ্ঞাত যুবকের লাশ
কুষ্টিয়া প্রতিনিধিঃ
আজ বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেউড়িয়া এলাকায় অবস্থিত লালন শাহ মাজার মাঠ সংলগ্ন কালী নদী থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা কালী নদীতে লাশ ভেসে থাকতে দেখে থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দেখতে পায়। তবে লাশের এখনো পরিচয় পাওয়া যায়নি। লাশের উদ্ধার কাজ এখনো চলমান।