বরিশালে ১৩ কোটি টাকার খাল খননের প্রকল্প অনুমোদনের অপেক্ষায়
বরিশাল প্রতিনিধিঃ
পানি উন্নয়ন বোর্ড উদ্যোগ নিয়েছে, বরিশাল নগরীতে দুই পাড় দখল হওয়া সাতটি খাল সংস্কারের মাধ্যমে প্রাণ ফিরিয়ে আনার। এতে ব্যয় হবে প্রায় ১৩ কোটি টাকা।
পাউবো সূত্র জানিয়েছে, কয়েক বছর ধরে খালগুলোর দুই পাড় দখল করে প্রভাবশালীরা গড়ে তুলেছেন পাকা ভবনসহ নানা স্থাপনা। এতে হারিয়ে গেছে কীর্তনখোলা নদীর সঙ্গে যুক্ত এসব খালের যৌবন, পরিণত হয়েছে নালায়। একটি বৃষ্টি হলেই নগরীর বিভিন্ন স্থানে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। নগরবাসীকে এ ভোগান্তি থেকে মুক্ত করতে খালগুলোতে নতুন করে পানিপ্রবাহ ফেরানোর পদক্ষেপ নেয়া হয়েছে। ১৩ কোটি টাকার খাল খননের এ প্রকল্প বর্তমানে জাতীয় অর্থনৈতিক পরিষদে (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

প্রায় ১৯ কিলোমিটার দৈর্ঘ্যের সাতটি খাল সংস্কার প্রকল্প একনেকে অনুমোদনের জন্য জোর প্রচেষ্টা চলছে। ১১ অক্টোবর পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেছিলেন, প্রকল্পটি অনুমোদন হলে এ বছরই কাজ শুরু হবে।
পানি উন্নয়ন বোর্ড বরিশালের নির্বাহী প্রকৌশলী দিপক রঞ্জন দাস বলেন, নগরবাসীর ভোগান্তি দূর করতে সাতটি খাল সংস্কারের প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। এটি অনুমোদন পেলে ডিসেম্বরের মধ্যে কাজ শুরু হবে।