রাজশাহীর সংবাদসংবাদ সারাদেশ
ফরিদপুরে দেয়ালচাপা পড়ে এক সাইকেল আরোহীর মৃত্যু
ফরিদপুর প্রতিনিধিঃ
গতকাল মঙ্গলবার রাতে ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর মহল্লার পালপাড়ায় দেয়ালচাপা পড়ে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তির নাম মো. ইকবাল হোসেন। তার বাড়ি যশোর জেলায়। তিনি ফরিদপুর জেনারেল হাসপাতালে আউট সোর্সিং হিসেবে কাজ করতেন।
কোতোয়ালি থানার এসআই কবির মোল্লা এ তথ্য নিশ্চিত করে জানান, ইকবাল গুহলক্ষ্মীপুরের পাল পাড়ায় ভাড়া বাড়িতে থাকতো। মঙ্গলবার রাতে সাইকেল চালিয়ে বাসায় ফেরার সময় প্রতিবেশীর পুরাতন দেয়াল তার উপর আছড়ে পড়ে।
এরপর তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।