নাটোরের তেবারিয়ায় শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উদযাপন
নাটোর প্রতিনিধিঃ
আজ সোমবার সকাল ১০ টার দিকে নাটোরের তেবারিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদের ভবন চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে আলোচনা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তেবারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, তেবারিয়া ইউনিয়ানের দুইবারের চেয়ারম্যান ও আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনে আওয়মী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী ওমর আলী প্রধান।
এ সময় তেবারিয়া ইউনিয়ান আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের নাটোর প্রতিনিধি, নাটোর প্রেসক্লাবের সভাপতি মোঃ জালাল উদ্দিন, তেবারিয়া ইউনিয়ন পরিষদ সচিব মাহফুজা খাতুন, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ইউসুফ আলী ফারুক, জেলা ছাত্রলীগের সাবেক উপ শিক্ষা ও পাঠ্য চক্র সম্পাদক এবং এনএস কলেজ ছাত্রলীগের সদস্য রিফাত আল আমিন মীম ।
ইউনিয়নের সকল ইউপি সদস্যগণ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ইউনিয়নের তথ্য সেবা অফিসার, গ্রাম পুলিশ সদস্য, গণমাধ্যমকর্মী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।