বাড়ি ফেরার পথে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধিঃ
গতকাল শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে নোয়াখালীর চরজব্বর উপজেলার চরজুবলি ইউনিয়নের মধ্য চরবাগ্যা গ্রামের সুবর্ণচরে ভাঙ্গা পুল থেকে খালে পড়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার চরজুবলি ইউনিয়নের মধ্য চরবাগ্যা গ্রামের মো. মাসুদের ছেলে নিহত জাহেদ হাসান । চরজব্বর থানায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, জাহেদ বিকেলের দিকে তার বাড়ির পাশে তার নানার বাড়িতে যায়। এক পর্যায়ে একা নানার বাড়ি থেকে নিজ বাসায় ফেরার পথে সড়কে থাকা ভাঙ্গা পুল দিয়ে সে খালের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৯ টার দিকে বাড়ির পাশের খাল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্বজনরা।
চরজব্বর থানার ওসি মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেয়া হবে।