রাজশাহীর সংবাদসংবাদ সারাদেশ
কুমিল্লায় বাসচাপায় অটোযাত্রী স্বামী স্ত্রী নিহত
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতির কাটাজাঙ্গাল এলাকায় গতকাল শনিবার রাতে বাসচাপায় অটোযাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন।
কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার রত্নাবতী গ্রামের ৫০ বছর বয়সী আবু সাঈদ ও তার স্ত্রী রুমি আক্তার।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি মো. আনিছুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তিশা গোল্ডেন পরিবহনের একটি বাস কোম্পানীগঞ্জে যাচ্ছিল। ময়নামতির কাটাজাঙ্গাল এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। এতে অটোতে থাকা স্বামী স্ত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বাস ও অটোরিকশার ১০ যাত্রী।
ওসি আরো জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ দুটি মর্গে ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি থানায় আনা হয়েছে।