রাজশাহীরাজশাহীর সংবাদ
স্বাস্থ্যবিধি মেনে, শান্তিপূর্ণভাবেই চলছে রাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
নিজস্ব প্রতিবেদকঃ
স্বাস্থ্যবিধি মেনে, শান্তিপূর্ণভাবেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।
আজ শনিবার বেলা এগারটায় শুরু হয়ে চ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা শেষ হয় সাড়ে এগারটায়। এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত পরীক্ষায় ১ হাজার ৫’শ ৭৭ জন পরীক্ষায় অংশ নেয়। কেন্দ্র গুলোতে স্বাস্থ্যবিধি মেনেই দিনের শুরুতেই ভর্তি পরীক্ষা শুরু হয়। গত কয়েকদিনের মত শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত ছিলো না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় সবাইকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার নিশ্চিত করে কেন্দ্রে প্রবেশ করান।
এ নিয়ে ৩ দিন ঢাবি’র ভর্তি পরীক্ষা রাবিতে অনুষ্ঠিত হলো। আগামী ২২ শে অক্টোবর গ, ২৩ শে অক্টোবর ঘ ইউনিটের পরীক্ষাও এখানে অনুষ্ঠিত হবে।