রাজশাহীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক ১ জন
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী জেলার চারঘাট থানাধীন হলিদাগাছী হাই স্কুল মাঠ এলাকায় গতকাল বুধবার ২:৩০ মিনিটে অপারেশন পরিচালনা করে ৮০০ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আসামী মানিকগঞ্জ জেলার ঘিওর থানার তরা গ্রামের মোঃ আরশেদ আলী ছেলে মোঃ আয়ুব আলী ৩৫।
স্কোয়াড কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ মারুফ হোসেন খান এর নেতৃত্বে র্যাব ৫, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চামটা এলাকা থেকে একটি অটো দিয়ে রাজশাহী জেলার চারঘাট থানাধীন হলিদাগাছীর দিকে ১ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে আসছে।
বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করে তাৎক্ষণিক হলিদাগাছীর উদ্দেশ্যে রওনা হই এবং একই তারিখ ১.৩৫ মিনিটে রাজশাহী জেলার চারঘাট থানাধীন হলিদাগাছী হাই স্কুল মাঠ এলাকায় পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি কৌশলে অটো থেকে দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উক্ত ব্যক্তিকে রাজশাহী জেলার চারঘাট থানাধীন হলিদাগাছী হাই স্কুল মাঠের উত্তর পার্শ্বের জনৈক সুপদ চন্দ্র প্রামাণিক এর বাড়ির সামনে চামটাগামী কাচা রাস্তার উপর হতে আটক করে।
আটককৃত আসামী মোঃ আয়ুব আলী ৩৫ এর দেহ তল্লাশীকালে তার দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া তার পরিহিত টি-শার্টের নিচে কোমরের উপরে তার পেটে কালো কসটেপ দ্বারা পেঁচানো অবস্থায় অভিনব কায়দায় রাখা ৫ টি স্বচ্ছ পলিপ্যাকে প্যাকেটজাত হেরোইন সাদৃশ্য পাউডার যার ৩ টি প্যাকেটে ২০০ গ্রাম করে, ২ টি প্যাকেটে ১০০ গ্রাম করে সর্বমোট ৮ শত গ্রাম বাদামী রংয়ের হেরোইন সাদৃশ্য পাউডার যার মূল্য অনুমানিক প্রতি গ্রাম ১০ হাজার টাকা ধরে ৮০ লক্ষ টাকা।