গোদাগাড়ীতে চাষীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ
গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে ২০২১ -২২ অর্থবছরে মৌসুমী আবাদ বৃদ্ধির লক্ষ্যে চলমান কৃষি প্রণোদনা এর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেয়াজ, নাবী পাট, মাস কালাই বীজ ও রাসায়নিক সার ৫৩০ জনের মাঝে বিতরণ করা হয়েছে।
এই কৃষি উপকরণ বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী মাননীয় সংসদ সদস্য রাজশাহী ১ গোদাগাড়ী তানোর । মাননীয় সংসদ সদস্য বলেন, কৃষকরাই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার নির্মাতা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার উন্নত কৃষি শিল্প গড়ার লক্ষ্যে কৃষকের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষকদের বৃক্ষরোপণের জন্য উৎসাহ দেন। কৃষকের পাশে থেকে সেবা করতে চান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহাঙ্গীর আলম চেয়ারম্যান গোদাগাড়ী উপজেলা, বক্তব্য রাখেন শারমিন সুলতানা কৃষি অফিসার গোদাগাড়ী। সভাপতিত্ব করেন জনাব মোঃ জানে আলম উপজেলা নির্বাহী কর্মকতা।