রামেকের করোনা ইউনিটে মৃত্যু ২
স্টাফ রিপোর্টারঃ
গতকাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর সকাল ৯.০০টা থেকে আজ বুধবার ২৯ সেপ্টেম্বর সকাল ৯.০০টার মধ্যে তাদের মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগীর মৃত্যুর তথ্য নেই। তবে, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের ১ জন করে মারা গেছেন। বর্তমানে রাজশাহীর ৫২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৩ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ১৬ জন, পাবনার ১২ জন, কুষ্টিয়ার ১ জন, মেহেরপুরের ১ জন এবং ঝিনাইদহের ১ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
রামেক হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৭ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৮ জন। করোনা শনাক্ত করা যায় নি এমন রোগী ভর্তি রয়েছেন ১৫ জন। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১০ জন এবং সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ২১ জন।
এর আগে গত মঙ্গলবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করায় করোনা শনাক্ত করা গেছে ১৫ জনের দেহে। একই দিনে, রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ২৭৬ জনের নমুনা পরীক্ষা করায় করোনা শনাক্ত করা গেছে ১৫ জনের দেহে।
পরীক্ষা অনুপাতে বর্তমানে রাজশাহীর ৮.১৯% নমুনায় করোনা শনাক্ত করা গেছে।