রামেকের করোনা ইউনিটে বেড়েছে মৃতের সংখ্যা
স্টাফ রিপোর্টারঃ
গত ২৪ ঘণ্টায় রামেকে করোনায় মৃত্যু বেড়েছে দেড়গুণ। আজ মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর সকাল ৮.০০টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ২৭ সেপ্টেম্বর সকাল ৮.০০টা পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৪ জন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল সোমবার সকাল ৮.০০টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮.০০টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৬ জন মারা গেছেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন এবং করোনা উপসর্গ নিয়ে বাকি ৫ জন মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর রয়েছেন ৫ জন এবং বগুড়ার রয়েছেন ১ জন।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। এ নিয়ে হাসপাতালে করোনার জন্য নির্ধারিত ২৪০ বেডের বিপরীতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ১১১ জন। গতকাল হাসপাতালের ২টি পিসিআর ল্যাবে মোট ২২৯ জনের নমুনা পরীক্ষা করায় ১৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা গেছে।