রাজশাহী মহানগর ছাত্রলীগ সহ-সভাপতি ছুরিকাঘাতে আহত
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদি হাসান রিমেল রিগ্যান ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
রিগ্যানের ঘনিষ্ট সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আজ মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর সকাল ১১.০০ টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে আয়োজন করা হয় আলোচনা ও দোয়া মাহফিল কর্মসূচীর।
প্রত্যক্ষদর্শীরা বলেন, কর্মসূচি শুরুর পূর্বে কার্যালয়ের পূর্বপ্রান্তে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর থেকেই সদলবলে মহানগর কার্যালয়ের আশপাশে অবস্থান করছিলেন রিগ্যান। দুপুরে কার্যালয় থেকে বাড়ি ফেরার মুহূর্তে ভদ্রা এলাকায় তরিকুল ইসলাম তরিক নামের ছাত্রলীগের এক কর্মী তার ওপর চড়াও হন এবং এক পরজায়ে, তিনি রিগ্যানকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে, রিগ্যান গুরুতর আহত হলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, তরিকের নামে ছিনতাইসহ ৮-১০টি মামলা রয়েছে। মূলত, ছাত্রলীগের গ্রুপিংকে কেন্দ্র করেই এ ঘটনাটি ঘটেছে বলে দাবি করেছেন ছাত্রলীগ নেতা রিগ্যান।