২৯ নং ওয়ার্ডের মিজানুর রহমানের মৃত্যুতে রাসিক মেয়রের শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী মহানগরীর ২৯ নং ওয়ার্ডের মিজানের মোড় সাঁতবাড়িয়া এলাকার বাসিন্দা ও বিশিষ্ট সমাজ সেবক মিজানুর রহমান মিজান (৭৫) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
গতকাল রবিবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র মহোদয়। শোক বার্তায় মাননীয় মেয়র লিটন মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
এদিকে, ডাঁশমারি করবস্থান মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাযা নামাজে অংশ নেন মাননীয় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। জানাযা নামাজে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ও রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি আব্দুল মমিন, ২৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহের হোসেন সুজা সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।