রাজশাহীতে ডিবির অভিযানে জুয়াড়ী আটক ৮ জন
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজশাহী মহানগরীতে অভিযান পরিচালনা করে তাস ও নগদ টাকা উদ্ধারসহ ৮ জুয়াড়ীকে আটক করেছে।
আটককৃত আসামীরা হলেন-মোঃ হেলাল উদ্দিন বেলাল ৩৫, মোঃ সাবজুল ৩২, মোঃ মামুন ৩৬, মোঃ সাজ্জাদ ৪৫, মোঃ নয়ন ৩০, মোঃ তাইজুল ৪০, মোঃ হাসান ৩০ ও মোঃ আঃ রশিদ ৪৫।
আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশনায় রাজশাহী মহানগরীকে অপরাধ মুক্ত, মাদক মুক্ত, জুয়া ও সকল প্রকার চোরাচালান নির্মূল করার লক্ষে কাজ করে যাচ্ছে আরএমপি’র প্রতিটি ইউনিট।
এরই ধারাবাহিকতায়, আজ ২৫ সেপ্টেম্বর রাত ১২.১০ মিনিটে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে, এসআই মোঃ আব্দুর রহমান ও তার টিম গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাশিয়াডাঙ্গা থানার উত্তর বালিয়া এলাকা হতে জুয়া খেলা অবস্থায় ৮ জনকে আটক করে। এ সময় আসামীদের দখল হতে তারা তাস ও নগদ অর্থ উদ্ধার করে।
আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে।