রাজশাহীরাজশাহীর সংবাদ
রাজশাহীতে জুয়াড়ি আটক ৯ জন
নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান চালিয়ে নগরীর খড়বোনা নদীরধার এলাকা থেকে জুয়া খেলার সময় ৯ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
আটককৃত ৯ জন হলেন- ওয়াসিউল আলম ওরফে সনেট ৩৯, সোহাগ হোসেন ওরফে মেরাজুল ২৫, একেএম জোবায়ের ৫০, মো. রকি ৪০, আবদুল আহাদ ওরফে ঝন্টু ৪৫, হাসিবুল হাসান ওরফে ডিউক ৪৮, জাকির হোসেন ৪০, আরাফাত আলী ৩০ এবং স্বপন রানা ৩৩। নগরীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।
রাজশাহীর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল জানান, এদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে মামলা করার পর শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।