লালপুরে ইমো হ্যাকার চক্রের ৮ সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল বুধবার রাতে পুলিশের এক বিশেষ অভিযানে নাটোরের লালপুরের সংঘবদ্ধ ইমো হ্যাকার চক্রের ৮ সদস্যকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে এ তথ্য জনান নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।
গ্রেফতারকৃতরা হলেন-১। উপজেলার গন্ডবিল গ্রামের মো. কিয়ামত আলীর ছেলে মো. জামিরুল ইসলাম জনি(২০), ২। অমৃতপাড়া গ্রামের মৃত আ. মজিদ তারেকের ছেলে মো. আতিক হাসান(২৩), ৩। মো. আ. কুদ্দুসের ছেলে মো. শিপন আলী (২৮), ৪। মো. ইয়ার উদ্দিনের ছেলে মো. সুমন আলী (১৯), ৫। মহারাজপুর গ্রামের মো আমানুল প্রাংয়ের ছেলে সিরাজুল ইসলাম মমিন (১৯), ৬। মোহরকয়া (ভাঙ্গাপাড়া) গ্রামের মো. জমির উদ্দিনের ছেলে মো. লালন (২৫), ৭। বিলমাড়িয়া গ্রামের মো. আতাহার মন্ডলের ছেলে মো. আলম হোসেন(৩৮) এবং ৮। মেহরকয়া গ্রামের মো. ইয়ারুল আলীর ছেলে মো. পাপ্পু আলী (১৯)।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার রাতে ইমো হ্যাকার বিরোধী অভিযানে মোট ৮ জনকে গ্রেপ্তার করে দায়িত্বরত পুলিশ।