রাজশাহীতে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক ১ জন
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী মহানগরীর বিমানবন্দর থানাধীন গতকাল ২১ সেপ্টেম্বর ৮:৪৫ মিনিটে অপারেশন পরিচালনা করে বারইপাড়া জনৈক মোঃ আলম আলী ৪৭, পিতা-মৃতঃ মহসীন আলীর মুদী দোকানের সামনে পাকা রাস্তার উপর ১৪ হাজার পিচ ইয়াবা, ১ টি মোবাইল, ২ টি সীমকার্ড, ১ টি ব্যাকপ্যাক এবং ১ জন আসামীকে আটক করা হয়।
আটককৃত আসামী হলেন, চন্দ্রিমা থানার শিরোইল কলোনী (৩ নং গলি) গ্রামের মোঃ আঃ সালাম ও কোহিনুর বেগমের ছেলে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, ১ জন ব্যক্তি যাত্রীবেশে মাদকদ্রব্য ইয়াবা নিয়ে রাজশাহী টু তানোরগামী লোকাল বাসযোগে তানোর এলাকার দিকে যাচ্ছে। উক্ত সংবাদ পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একই তারিখ ৭:০০ ঘটিকায় একই স্থানে তারা চেকপোষ্ট পরিচালনা শুরু করে। চেকপোষ্ট চলাকালীন গতকাল ২১ তারিখ সময় ৭:১৫ মিনিটে একই স্থানে পাকা রাস্তার উপর উক্ত মায়ের দোয়া নামক যাত্রীবাহী বাসটি পৌছালে বাসটিকে থামানোর সিগন্যাল দিয়ে বাসটি থামানো মাত্রই দৌড়ে ১ ব্যক্তি পালানোর চেষ্টা করেন। সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঐ ব্যক্তিকে ঘটনাস্থলেই আটক করা হয়।
আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে তার পিঠে থাকা ১ টি কালো রংয়ের ব্যাকপ্যাকের ভিতরে ১টি শপিং ব্যাগের মধ্যে রক্ষিত ১৪ টি স্বচ্ছ সাদা রংয়ের এয়ার টাইট জিপার লক পলিপ্যাকে রাখা প্রতিটি প্যাকেটে ১০০০ পিচ হিসেবে মোট ১৪ হাজার পিচ হালকা বাদামী রংয়ের মাদকদ্রব্য ইয়াবা সাদৃশ্য ট্যাবলেট, যার ওজন প্রতিটি প্যাকেট ১০০ গ্রাম হিসেবে ১,৪০০ গ্রাম (যার মূল্য আনুমানিক ৪২ লক্ষ টাকা) উদ্ধার করা হয়।