রাজশাহীরাজশাহীর সংবাদ
রাজশাহীতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী মহানগরীতে মায়া রাণী ঘোষ নামে অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ঘোষপাড়া এলাকার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে একই এলাকায় বসবাস করা পালিত মেয়ে পুতুল রাণী মায়ের খোঁজ নিতে এসে দেখেন গলায় ওড়না পেঁচানো অবস্থায় মায়ের নিথর দেহ পড়ে আছে। পরে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।
মায়া রাণী ঘোষ ওই বাড়িতে একা বসবাস করতেন। সর্বশেষ মুন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর নেন। ঘরের মেঝেতে তার লাশ পাওয়া গেছে। তার স্বর্ণালংকার ও মোবাইল ফোন পাওয়া যায়নি। এ থেকে পুলিশের ধারণা শ্বাসরোধে তাকে হত্যা করে এসব নিয়ে যাওয়া হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ ও সিআইডি তদন্তে মাঠে নেমেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।