রাজশাহীসংবাদ সারাদেশ
বগুড়ায় যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় অবস্থিত একটি ডোবা থেকে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে ঐ উপজেলার ইসলামপুরে এই ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, নিহত ব্যাক্তির নাম হুমায়ুন।
নিহত হুমায়ুন হলেন একই গ্রামের আব্দুল ওহাবের ছেলে। তিনি গতকাল সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ওসি হাসান আলী।
তিনি বলেন, সকালে নিখোঁজ হওয়া যুবকের বাড়ির পাশের ডোবায় একটি বস্তা চোখে পড়ে স্থানীয়দের। পরে তারা থানায় খবর পাঠান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলতেই হুমায়ুনের মরদেহ বেরিয়ে আসে। প্রাথমিকভাবে লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ওসি আরোও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসলে মৃত্যুর কারণ জানা যাবে।