ঈশ্বরদী বানেশ্বর রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান বিশ্বাস
মোঃ মুশফিকুর রহমান, ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদী থেকে রাজশাহীর বানেশ্বর পর্যন্ত ৬০ কিলোমিটার ব্যপী মহাসড়কের প্রায় ষাট কোটি টাকা ব্যায়ে নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার ঈশ্বরদী সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়িয়ায় নির্মাণ কাজের উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নূরুজ্জামান বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন সাঁড়া ইউপির চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, সড়ক ও জনপথ বিভাগের পাবনার নির্বাহী প্রকৌশলী এ কে এম শামসুজ্জোহা, উপ-বিভাগীয় প্রকৌশলী ইলিয়াস পারভেজ,পাবনা জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক জুয়েল চৌধুরি, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্ববায়ক মুরাদ মালিথা, জাতীয় শ্রমিক লীগের সাংগাঠনিক সম্পাদক জাহিদ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের আহ্ববায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্ববায়ক সজিব মালিথা, শরীফ বিশ্বাস, বাংলাদেশ আওয়ামীলীগের সাঁড়া ইউনিয়ন শাখার কৃষি বিষয়ক সম্পাদক ইকলুসুর রহমান বাবু , আব্দুর রশিদসহ আরো অনেকে।
প্রসঙ্গত: সড়ক ও জনপথ বিভাগের তত্তাবধানে এই রাস্তার নির্মাণ কাজ শেষ হলে, পাবনা ঈশ্বরদী কুষ্টিয়া থেকে অল্প সময়ে রাজশাহী পৌঁছানো যাবে।