চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত হলেন ২ অটোযাত্রী
স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশায় অবস্থানরত ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরোও ২ জন। আজ শনিবার সকাল ১০.০০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের কানসাট (বাঁশপট্টি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ১। উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের পারদিলালপুর গ্রামের মো. হারুন আলী এবং ২। উপজেলার সাহাবাজপুর ইউনিয়নের সন্ন্যাসী এলাকার বাসিন্দা রেনু বেগম। অন্যদিকে, আহতরা হলেন ১। আড়গাড়া হাট এলাকার অহিদুল ইসলাম এবং ২। আহমেদ আলী।
শিবগঞ্জ থানার এসআই নুরুল ইসলাম বলেন, সকালে জেলা শহর থেকে ছেড়ে আসা একটি ট্রাক কানসাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে এটি ধাক্কা দেয়। এতে অটোরিকশায় অবস্থানরত ২ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহতদের প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।