রাজশাহীর সংবাদসংবাদ সারাদেশ
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক, প্রাণ হারালো শ্রমিক
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ধানের গুড়া ভর্তি একটি ট্রাক উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২.০০ টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের আড়িয়াবাজার বন্দর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক হলেন মো. শাহাদত হোসেন। তিনি ধুনট উপজেলার পূর্ব মাঠপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সোহরাব হোসেন।
শাজাহানপুর থানার এসআই সোহেল বলেন, ধানের তুস(ধানের গুড়া) বোঝাই ট্রাকটি শেরপুর উপজেলা থেকে বগুড়া শহরের দিকে যাচ্ছিল। অতিরিক্ত মাল তোলার কারণে পথে আড়িয়াবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি । এতে ট্রাক শ্রমিক শাহাদত ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন। তার লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।