খেলাধুলাসংবাদ সারাদেশ
র্যাংকিংয়ে আগের অবস্থান হারালেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ
টি-২০ অলরাউন্ডারদের র্যাংকিংয়ের শীর্ষ স্থান হারালেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়া সিরিজে দারুণ পারফরম্যান্স করে উঠেছিলেন শীর্ষে। কিন্তু, নিউজিল্যান্ড সিরিজে পূর্বের মতো নিজেকে মেলে ধরতে পারেন নি।
আজ বুধবার র্যাংকিংয়ের নতুন তালিকা প্রকাশ করলো আইসিসি। গত সপ্তাহের র্যাংকিং হালনাগাদেও শীর্ষে ছিলেন সাকিব। কিন্তু, ১৬ রেটিং পয়েন্ট হারিয়ে অলরাউন্ডারদের তালিকায় দুইয়ে নেমে গেলেন সাকিব। এখন তার রেটিং পয়েন্ট দারিয়েছে ২৭৫। আর শীর্ষে উঠে যাওয়া আফগানিস্তানের মোহাম্মদ নবির পয়েন্ট দারিয়েছে ২৮৫।
সিরিজে দুর্দান্ত বোলিংয়ে ৮ উইকেট নেয়া মুস্তাফিজুর রহমান এগিয়েছেন ২ ধাপ। বাঁহাতি এই বোলার উঠে এসেছেন ১০ম থেকে ৮ম স্থানে। এদিকে, ২৫ ধাপ এগিয়ে নাসুম ১৫তম ও ৪ ধাপ এগিয়ে মেহেদি ২০ তম স্থানে জায়গা করে নিয়েছেন।