রামেকের করোনা ইউনিটে ৬ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ১ দিনে ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে করোনা পজেটিভ ছিল ২ জনের এবং বাকি ৪ জন করোনা উপসর্গ নিয়ে মারা যান। আজ সোমবার সকাল ৬.০০ টার মধ্যে তাদের মৃত্যু হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, মৃতদের মধ্যে রয়েছেন রাজশাহীর ২ জন, নাটোরের ৩ জন ও নওগাঁর ১ জন। এদের মধ্যে ৩ জন হলেন পুরুষ ও ৩ জন নারী। যাদের মধ্যে ২ জনের বয়স ৬০ বছরের উপরে। বাকিদের মধ্যে ৩ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন ১ জন।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৯ জন। একই সময়ে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ২০ জন।
করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে করোনা পজেটিভ রয়েছে ৪৭ জনের এবং করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৫ জন। এছাড়া, করোনা নেগেটিভ হয়েও পরবর্তী শারীরিক স্বাস্থ্য জটিলতার কারনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ২৭ জন।
হাসপাতালের পরিচালক আরও বলেন, গতকাল রবিবার ২টি ল্যাবে রাজশাহী জেলার ৩০৯ জনের নমুনা পরীক্ষা করায় মোট ২৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। যা আগের দিনের চেয়ে ২.৩১% বৃদ্ধি পেয়ে বর্তমানে সংক্রমণের হার দারিয়েছে ৮.৯%।