ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ অভিযোগে আটক ১
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আমিন মোন্না (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক কৃত আমিন হলেন ঝাঝিরা গ্রামের প্রয়াত মেহের আলী মোন্নার ছেলে।
ঐ ছাত্রীর মায়ের করা মামলায় আজ বৃহস্পতিবার ভোরে তাকে আটক করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আমিন মোন্না গত সোমবার শ্রীমন্তপুর গ্রামে তার শ্যালিকার বাড়িতে বেড়াতে আসেন। একই দিন বিকেলে শ্যালিকার ননদ কে কৌশলে বাড়ির একটি কক্ষে ডেকে নেয় এবং গল্প করার এক পর্যায়ে তাকে ধর্ষণ করে।
ঘটনাটি প্রকাশ না করার জন্য ঐ শিক্ষার্থীকে হুমকি দিয়ে আমিন মোন্না বাড়ি থেকে পালিয়ে যায়। এই ঘটনায় অসুস্থ হয়ে গেলে মেয়েটি পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ওই ছাত্রীর মা গতকাল বুধবার রাতে নিজে বাদী হয়ে মামলা করেন।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।