মোহনপুররাজশাহীরাজশাহীর সংবাদ
রাজশাহীর মোহনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর মোহনপুর উপজেলার বিদিরপুর হাটে ইমরান ১০ম শ্রেণীতে পড়ূয়া এক স্কুল ছাত্র(১৭) খাবার খেতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজ বুধবার সকাল ১০.০০ টায় মৃত্যু হয়েছে।
নিহত ইমরানের পিতার নাম মোঃ ইনতাজুল আলী। তার বাড়ী পবা উপজেলার চন্দ্রিমা থানার ললিতাহার খড়খড়ী বাইপাস এলাকায়। এলাকা সূত্রে জানা যায়, করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকায় অসহায় গরীব বাবার অর্থের যোগান দিতে সে বিদিরপুর হাটে যায় এবং সেখানে খাবার খাওয়ার জন্য হোটেলে গেলে পানি উঠানো মোটারের বিদ্যুৎ তারে শক খেয়ে পড়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হোলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইমরানের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।