সংবাদ সারাদেশ
বগুড়ায় এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় মাদক মামলায় লিটন মণ্ডল নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে দুই বছরের জেল দেওয়া হয়ে৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে তাকে এ দণ্ডাদেশ দেওয়া হয়। লিটন বগুড়া ধুনট উপজেলার চিকাশী ইউনিয়ননের বাসিন্দা। তার বাবার নাম আবুল হোসেন।
বগুড়া কোর্ট পুলিশের ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জি এই বিষয়টি নিশ্চিত করেছেন ।সুব্রত ব্যানার্জি বলেন, বিগত ২০১৫ সালের ১ ডিসেম্বর লিটনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় ৫০ গ্রাম হেরোইনের একটি মাদক মামলা হয়। সেই মামলায় লিটন জামিনে ছিলেন। সোমবার আদালতে উপস্থিত হন লিটন। পরে তার উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।