রাজশাহীতে ৬ জুয়াড়ী গ্রেফতার
নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহীতে অভিযান পরিচালনা করে তাস ও নগদ টাকা সহ ৬ জুয়াড়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশনা মোতাবেক রাজশাহী মহানগরীকে অপরাধমুক্ত করার লক্ষে কাজ করে যাচ্ছে আরএমপির প্রতিটি ইউনিট। এরই ধারাবাহিকতায় গতকাল ৪ সেপ্টেম্বর রাত ৯.৫৫ মিনিটে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতেৃত্বে এসআই এ.এস.এম. সাইদুজ্জামান ও তার টিম গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাটাখালী থানার কুখন্ডি খাঁ পাড়ার হাদু মিয়ার চা স্টলের পাশ হতে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে গ্রেফতার করেন। ঘটনাস্থল থেকে কৌশলে একজন পালিয়ে যান। এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন রাজশাহী মহানগরীর কাটাখালী থানার কুখন্ডি খাঁ পাড়ার মৃত মজিবর রহমানের ছেলে মোঃ আক্কাস আলী (৫৭), মফিজের ছেলে মোঃ রুবেল (৩০), মোঃ ইসমাইলের ছেলে মুনসুর রহমান (৩৮), মোঃ জলিলের ছেলে সাইফুল (৩৮), মোঃ মইজ উদ্দিনের ছেলে বিষু (৪৭) ও নলখোলা গ্রামের মৃত জয়নালের ছেলে রবিউল (৫৩)।
পলাতক আসামীকে গ্রেফতারের অভিযান অব্যাহত রাখা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।