দূর্গাপুররাজশাহীরাজশাহীর সংবাদ
রাজশাহীর দূর্গাপুরে গাঁজাসহ ১ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর দূর্গাপুর উপজেলায় জেলা ডিবির অভিযানে মাদক দ্রব্যসহ এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ির চাতাল থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার মাড়িয়া ইউপির চৌবাড়িয়া পশ্চিম পাড়ায় সকাল ১০.০০ টার দিকে ডিবি ইন্সপেক্টর আতিকুর রেজার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
মাদক কারবারি সাদিকুল ইসলাম (বাচ্চু) হলেন ঐ এলাকার সোয়ব আলীর ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। তিনি পালাগান দিয়ে আসর বসিয়ে বিভিন্ন ধরনের মাদক বিক্রি এবং এসব অপকর্ম চালিয়ে আসছিলেন। এ বিষয়ে জেলা ডিবির ইন্সপেক্টর আতিকুর রেজা সরকার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার কৃতদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।