ঈশরদীরাজশাহীর সংবাদসংবাদ সারাদেশ
পাল্লা দিয়ে যাওয়ার পথে নিহত হলেন ৩ মোটরসাইকেল আরোহী
স্টাফ রিপোর্টারঃ
পাবনার ঈশ্বরদী-পাকশী সড়কের জয়নগর শিমুলতলা বাজার এলাকায় খাইরুল ফিলিং স্টেশনের সামনে পাল্লা দিয়ে যাওয়ার পথে মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ২ জন হলেন রূপপুর স্বর্ণকলি স্কুল এলাকার মো. জহুরুলের ছেলে ইব্রাহিম (২০) ও মো. লালনের ছেলে জয় (২২)। বাকি ১ জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
ঈশ্বরদী থানার এসআই রায়হান বলেন, ঈশ্বরদী থেকে ২টি মোটরসাইকেল পাল্লা দিয়ে যাওয়ার পথে জয়নগর শিমুলতলা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রূপপুর প্রকল্পে নিযুক্ত অর্গান কোম্পানির হাইস গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন এবং আরেকজন হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।