গোদাগাড়ীর তিন গ্রামে ভয়ঙ্কর রূপে নদীভাঙ্গন
মিজানুর রহমান, গোদাগাড়ী প্রতিনিধিঃ
গোদাগাড়ী উপজেলার আলিপুর, খাজরাগাতি নিমতলা ও মোল্লাপাড়ায় প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার এলাকাজুড়ে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় তা ভাঙ্গনের ভয়ঙ্কর রূপ ধারণ করেছে।
এমন অবস্থায় এই ৩টি গ্রামের জনজীবনের মাঝে প্রতিনিয়ত আতঙ্ক সৃষ্টি হচ্ছে। কিন্তু, এই পদ্মাকে ঘিরেই এক সময় ৩টি গ্রামের মানুষের জীবন ও জীবিকা চলত। আজ এই জীবন-জীবিকা চলার পথে সর্বনাশ দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। এই ৩টি গ্রামে কৃষিজীবী, মৎস্যজীবী ও শ্রমজীবী মানুষের বাসস্থান এবং প্রতিটি পরিবারেই ছোট বড় অসংখ্য গবাদী পশুর খামার গড়ে উঠেছে। অর্থনৈতিকভাবে প্রতিটি পরিবারই স্বচ্ছলভাবে দিন পাড় করছিল। কিন্তু, পদ্মার সর্বনাশা কালো থাবায় সবকিছু হরাবার পথে।
বর্তমানে গবাদি পশুগুলোর খাদ্যের ঘাটতি দেখা দিয়েছে ব্যাপক ভাবে। এই ৩টি গ্রাম জুড়ে ফলজ বাগান, ২ টি প্রাইমারী স্কুল, মসজিদ, মন্দির মিলে মোট দশটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আজ সবই যেন পদ্মার করাল গ্রাসে হাড়িয়ে যাওয়ার পথে।
অত্র গ্রামের ভুক্তভোগী সর্বসাধারণের দাবী, পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ যেন পদ্মার সর্বনাশা কালো থাবার হাত থেকে সাময়িকভাবে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।