লালপুরে বীর মুক্তিযোদ্ধা মাজদার রহমানের ইন্তেকাল
নাটোর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে গোপালপুর পৌরসভা এলাকার মধুবাড়ী মহল্লার বীর মুক্তিযোদ্ধা মাজদার রহমান (৬৬) মঙ্গলবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । মৃত্যুকালে তিনি তাঁর সহধর্মিণী সহ এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
আজ বুধবার সকাল ৯ টায় মধুবাড়ী মাজার মসজিদ মাঠে ১ম দফা ও সকাল সাড়ে দশটা ২য় জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে তাঁর মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে। তাঁর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সাবেক সংসদ সদস্য এ্যাডঃ আবুল কালাম আজাদ, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের ছেলে শামীম আহমেদ সাগর, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইসাহাক আলী সহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তাঁরা।