রাজশাহীরাজশাহীর সংবাদ
রাজশাহীতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে বিক্ষোভ কর্মসূচী
নিজস্ব প্রতিবেদকঃ
শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে। আজ বুধবার সকাল ১১ টার সময় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এ এই কর্মসূচী পালিত হয়।
এ সময় নর্থবেঙ্গল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসতিয়া আহমেদ এর নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচীতে অংশগ্রহন করেন। কর্মসূচী চলাকালে বক্তারা বলেন, ১১ তারিখের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দিলে তারা আমরণ অনশন করবেন।
সাবেক রাকসুর ভিপি রাগিব আহসান মুন্না সংহতি প্রকাশ করে উক্ত কর্মসূচীতে অংশগ্রহন করেন।