রাজশাহীরাজশাহীর সংবাদ
রাজশাহীতে ধর্ষণের শিকার হল স্কুলছাত্রী
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী নগরীতে এক ছাত্রী (১৬) ধর্ষণের শিকার হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ধর্ষণের শিকার হয় ঐ স্কুলছাত্রী। জানা গেছে, তার বাড়ি নগরের চন্দ্রিমা থানার বারো রাস্তার মোড় এলাকায়। সে গোল্ডেন টাচ স্কুলে ৯ম শ্রেনীতে লেখাপড়া করে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে নগরের কয়েরদাঁড়া এলাকার রবিউল ইসলামের ছেলে আকাশ ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এতে সে(স্কুলছাত্রী) অসুস্থ্য হয়ে পড়ে। পরে গুরুতর আহত ও অসুস্থ অবস্থায় রাত ১১.৩০ মিনিটে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
বর্তমানে, সে হাসপাতালের ১২ নং ওয়ার্ডে গাইনী পোষ্ট অপারেটিভ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আছে।