রাজশাহীতে গাঁজার গাছসহ আটক ১
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীতে ৩০ হাজার টাকা মূল্যের ১ টি গাঁজার গাছসহ ১ গাঁজা চাষীকে আটক করেছেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত আসামী হলেন রাজশাহী মহানগরীর কাটাখালী থানার বড় মল্লিকপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (৩৮)।
রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত, মাদক মুক্ত এবং চোরাচালান নির্মূল করার লক্ষে রাজশাহী মহানগর পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে কাজ করে যাচ্ছে আরএমপি। এরই ধারাবাহিকতায় গতকাল ৩১ আগষ্ট রাত ১২.৪৫ মিনিটে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মোঃ মশিয়ার রহমান, এসআই মোঃ আবু জোবায়ের ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলেন।
এ সময় গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন যে, কাটাখালী থানার বড় মল্লিকপুর গ্রামে একজন ব্যক্তি তার বাড়ীর ভিতরে গাঁজা গাছের চাষ করে আসছেন। উক্ত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের ঐ টিম রাত ১.০৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আসামী মোঃ আব্দুর রাজ্জাককে আটক করেন। এ সময় তার বাড়ী থেকে গাঁজার গাছটি উদ্ধার করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।