রাজশাহীতে করোনায় ৫ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ২ জন, করোনার উপসর্গ নিয়ে ২ জন এবং করোনা নেগেটিভ হয়ে শারীরিক জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, মৃতদের মধ্যে রয়েছেন রাজশাহীর ১ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোরের ২ জন এবং পাবনার ১ জন। এদের মধ্যে ৩ জন হলেন পুরুষ ও ২ জন নারী। যাদের মধ্যে ১ জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকীদের মধ্যে ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন ১ জন।
তিনি আরও বলেন, গত ১ দিনে হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ১৯ জন। আজ সকাল ৬ টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১৫৩ জন।
করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৭৪ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৫ জন। এছাড়াও করোনা নেগেটিভ হয়ে শারীরিক জটিলাতায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ২৪ জন।
পরিচালক আরও বলেন, গতকাল সোমবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ২৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা গেছে।