নাটোররাজশাহীরাজশাহীর সংবাদ
নাটোরে সন্ত্রাসী মাসুমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ
নাটোরে ৬নং কাউন্সিলর প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুম সন্ত্রাসীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে সিসিলি চাইনিজ রেস্টুরেন্ট হলরুমে মাসুমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কাউন্সিলররা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ফরহাদ হোসেন, কোহিনূর রহমান পান্না, নান্নু শেখ, মহিমা খাতুনসহ অন্যান্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা বলেন, নাটোর পৌরসভার কাউন্সিলর আরিফুর রহমান মাসুম দীর্ঘদিন ধরেই প্রভাব খাটিয়ে নানা অনৈতিক কর্মকান্ড করে আসছিল। এসব কর্মকান্ডের প্রতিবাদ জানালে মাসুম তার সন্ত্রাসী বাহিনী দিয়ে বিভিন্ন সময়ে অন্যান্য ওয়ার্ড কাউন্সিলরদের উপর হামলা চালায়।
মাননীয় প্রধামন্ত্রীর কাছে দৃষ্ঠি আকর্ষন করছি, নাটোরবাসীকে পৌর কাউন্সিলররা ও কর্মকর্তা কর্মচারীরা সন্ত্রাসী মাসুমের হাত থেকে মুক্তি দেন ।