রাজশাহীতে হেরোইন ও গাঁজাসহ গ্রেফতার ২ জন
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী মহানগরীতে ৫০ গ্রাম হেরোইন এবং ১০০ গ্রাম গাঁজাসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন ১।মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মহিষবাথান উত্তরপাড়া রেল লাইনের ধারের মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ ইয়ামিন ইসলাম (২০) এবং ২।পূর্ব মোল্লাপাড়া গ্রামের মোঃ জামালের ছেলে মোঃ রাব্বি (২০)।
রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত, মাদক মুক্ত এবং চোরাচালান নির্মূল করার লক্ষ্যে রাজশাহী মহানগর পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে কাজ করে যাচ্ছে আরএমপি।
এরই ধারাবাহিকতায় গত ২৮ আগষ্ট রাত ১০.৩০ মিনিটে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মোঃ আবুল কালাম আজাদ, এসআই মোঃ আমিনুর রহমান এবং তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, রাজপাড়া থানার ভাটাপাড়া আপেল ডেকোরেটরের গলি মসজিদুল আমান নামক জামে মসজিদের সামনে দুইজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য সেখানে অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের ঐ টিম রাত ১০.৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আসামী মোঃ ইয়ামিন ইসলাম এবং মোঃ রাব্বিকে গ্রেফতার করে। এ সময় তাদের দখল হতে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।