নাটোররাজশাহীর সংবাদ
নাটোরে দুই মামার পিটুনিতে নিহত ভাগ্নে
নাটোর প্রতিনিধিঃ
আজ রবিবার সকালে নাটোরের বড়াইগ্রামের খোদদো কাচুটিয়া গ্রামে দুই মামার বিরুদ্ধে ভাগনেকে পিটিয়ে হত্যার জঘন্য ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে। অভিযুক্ত মিলন হোসেন একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে এবং আব্দুল জলিল ওই গ্রামেরই মনতাজ আলীর ছেলে।
বড়াইগ্রাম থানার নজরুল ইসলাম জানান, সিরাজুল ইসলাম মাদকাসক্ত ছিলেন। সকালে এ বিষয়ে তার মায়ের কাছে অভিযোগ করেন বিল্লাল হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে সিরাজুল ধারালো অস্ত্র নিয়ে বিল্লাল হোসেন এবং আব্দুল জলিলের বাড়িতে হামলা চালান। এতে বাধা দিতে গেলে মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে মাটিতে পড়ে যান সিরাজুল।
এরপর পরিবারের লোকজন বনপাড়ার একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।