রামেকে করোনা ইউনিটে ৬ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১ দিনে সর্বনিম্ন ৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে তাঁদের মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের ২ জন এবং রাজশাহী ও নওগাঁর ১ জন করে মারা গেছেন। এর মধ্যে নাটোরের ১ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন এবং করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতার কারনে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চাঁপাইনবাবগঞ্জের ১ জন। বাকি ৪ জন মারা গেছেন করোনা পজিটিভ অবস্থায়।
মৃত ৬ জনের মধ্যে ২ জন হলেন পুরুষ এবং ৪ জন হলেন নারী। রামেক হাসপাতালের করোনা ইউনিটে এ নিয়ে চলতি মাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩১৬ জন।
হাসপাতালের পরিচালক আরও জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন এবং ছাড়পত্র পেয়েছেন ২৯ জন। আজ সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ভর্তি ছিলেন ১৯০ জন এবং হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা রয়েছে মোট ৪১৮টি।
বুধবার র্যাপিড এন্টিজেন ও আরটি-পিসিআর মিলে রাজশাহী জেলার ৪৬২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৬৫ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে এবং বর্তমানে সংক্রমণের হার দারিয়েছে ১৪.০৬%।