রাজশাহীর তানোরে নারীর মরদেহ উদ্ধার
তানোর প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার টকটকিয়া গ্রাম থেকে তোহুরা বিবি (৩৬) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তোহুরা বিবি টকটকিয়া গ্রামের আহম্মদ আলীর মেয়ে।
বুধবার সকালে বাড়ি পাশে খড়েরগাঁদার নিচ থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন তানোর থানা পুলিশ। তানোর থানার ওসি রাকিবুল হাসান বলেন, ধারণা করা হচ্ছে তোহুরা বিবিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার ঘাড়ের নিচে একটি আঘাতের চিহ্নও পাওয়া গেছে। খুনের রহস্য উদঘাটন করতে সকল আলামত সংগ্রহ করা হয়েছে।
ওসি আরো বলেন, তোহুরার স্বামীর বাড়ি পাশবর্তী মোহমপুর উপজেলা বরুজঘাট এলাকায়। স্বামী একটি মাদক মামলায় জেলে থাকায় দীর্ঘদিন তিনি বাবার বাড়ি টকটকিয়া গ্রামে ১৬ বছর বয়সী এক ছেলে সন্তান নিয়ে থাকতেন। এ ঘটনায় বুধবার বিকালে তোহুরার বাবা আহম্মদ আলী বাদি হয়ে তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে কোন আসামির নাম উল্যেখ করা হয়নি বলে জানা গেছে।