শাহজাদপুরে মাদ্রাসা ছাত্র বলাৎকার, শিক্ষক আটক
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে এক মাদ্রাসা ছাত্রকে জোরপূর্বক বলৎকারের ঘটনায় শিক্ষক আরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ। পূর্বে তার বিরুদ্ধে নির্যাতীত শিশুর বাবা আদালতে মামলা দায়ের করেছিল।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার পোতাজিয়া ইউনিয়নে অবস্থিত আলোকদিয়ার সুবহানিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্র ও উপজেলার নুনদহ গ্রামের আব্দুল করিমের ছেলে । গতকাল সোমবার সকালে তার মা তাকে মাদ্রাসায় যেতে বললে শিশুটি তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তখন মাদ্রাসায় যেতে অস্বীকৃতি জানায়। কারণ জানতে চাইলে মায়ের কাছে বলে, মাদ্রাসার সহকারী শিক্ষক আরিফুল ইসলাম গত ১৬ আগষ্ট তাকে বাথরুমে নিয়ে জোরপুর্বক বলৎকার করেছে। এ ঘটনা জানা জানি হলে, এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
পরে শিশুটির বাবা আব্দুল করিম বাদি হয়ে আরিফুল ইসলামকে আসামী করে সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। থানা পুলিশ সোমবার রাতে আসামী আরিফুল ইসলামকে মাদ্রাসা থেকে আটক করে থানায় নিয়ে আসে। আজ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।