নাটোররাজশাহীরাজশাহীর সংবাদ
নাটোর জেলার ১৩ জন সাংবাদিকের মধ্যে অনুদানের চেক প্রদান
নিজস্ব প্রতিনিধিঃ
করোনায় ক্ষতিগ্রস্থ নাটোর জেলার সাংবাদিকদের মধ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের দ্বিতীয় পর্যায়ের বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসক শামীম আহমেদ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার ১৩ জন সাংবাদিকের কাছে আর্থিক সহায়তার ১০ হাজার টাকা করে চেক তুলে দেন।
এ সময়, অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি এবং জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রথম দফায় মোট ৩২ জন সাংবাদিককে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ নিয়ে জেলার মোট ৪৫ জন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন।