রাজশাহীরাজশাহীর সংবাদসংবাদ সারাদেশ
পীরগঞ্জে ঝুলন্ত মরদেহ উদ্ধার, আসলে এটি হত্যা নাকি আত্মহত্যা
নিজস্ব প্রতিনিধিঃ
গতকাল শুক্রবার রাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলার ভেলাতৈড় ডাঙ্গী বস্তিতে নিজ বাড়ি থেকে আবুল হোসেন ৩৯ নামের এক ভ্যান চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ভ্যানচালক হলেন মৃত আব্দুল বাসেদের ছেলে।
পুলিশ জানায়, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে, তাকে থানায় নিয়ে আসা হয় এবং আজ শনিবার সকালে তার মরদেহ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁওয়ে পাঠানো হয়।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় বলেন, ওই ভ্যানচালকের ভাই আনিছুর থানায় একটি ইউডি মামলা করেছেন। তদন্ত করার পরেই জানা যাবে, এটি আসলে হত্যা নাকি আত্মহত্যা।