রাজশাহী পুলিশ অভিযানে ৪ জুয়াড়ী আটক
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ৪ জুয়াড়ীকে আটক করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। আটককৃত আসামীরা হলো মোঃ আকবর আলী ৩২, মোঃ ফারুক শেখ ৫০, মোঃ রাজু মল্লিক ৩১ ও মোঃ শাহজাহান ৬০।
আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশনায় রাজশাহী মহানগরীকে অপরাধ মুক্ত ও মাদক, জুয়া, চোরাচালান নির্মূল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আরএমপির প্রতিটি ইউনিট।
ঘটনা সূত্রে জানা যায়, এসআই মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে আরএমপির কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি টীম গত ১৮ আগস্ট রাত ১০:৩০ মিনিটে থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধে ডিউটি করছিলো। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হড়গ্রাম ঠাকুরমারা কলোনী এলাকা হতে জুয়া খেলা অবস্থায় ৪ জনকে আটক করে। এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন।
আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।